সুহৃদ,
শুভেচ্ছা নিবেন। গত ১৯ এপ্রিল বিকাল ৬ টা থেকে রাত ৯.৩০ টা পর্যন্ত বনানীতে অবস্থিত বুয়েট গ্রাজুয়েট ক্লাবের তালায় এডহক কমিটি গঠন, ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম ও সংগঠনকে আরও সংহত ও বিস্তৃত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ৩২ জন (স্বাক্ষর শিট সংযুক্ত করা হলো) এর বাইরেও অনলাইনে ৩ জন (১. সৈয়দ আশরাফ ২. কামরুজ্জামান ৩. স্বপন কুমার সরকার) এই মিটিং এ অংশগ্রহণ করে ও বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করে। সভায় সকলের মতামতের ভিত্তিতে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়।

১. এডহক কমিটি গঠন :

সভায় এডহক কমিটি গঠনে তিনটি প্রক্রিয়া ক) একজন আহ্বায়ক ও নির্দিষ্ট সংখ্যক সদস্য খ) একজন আহ্বায়ক একজন সদস্য সচিব ও নির্দিষ্ট সংখ্যক সদস্য এবং গ) একজন আহ্বায়ক, একজন সাধারণ সম্পাদক,৩ জন সহ-সাধারণ সম্পাদক ও নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়ে আলোচনা হয়। পরে সংখ্যাধিক্যের মতামতে (গ) অর্থাৎ একজন আহ্বায়ক,একজন সাধারণ সম্পাদক,৩ জন সহ-সাধারণ সম্পা ও নির্দিষ্ট সংখ্যক সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। একইসাথে এই এডহক কমিটির মেয়াদ নূন্যতম ৬ মাস থেকে সর্বোচ্চ ১২ মাস সময় নিদ্ধারিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত এডহক কমিটি প্রস্তাবনা গৃহিত হয়।

এডহক কমিটির তালিকা :
আহ্বায়ক : মীর মোশাররফ হোসেন চৌধুরী
সাধারণ সম্পাদক : ইমরান হাবিব রুমন
সহ-সাধারণ সম্পাদক :
১. ড. আরমানা সাবিহা হক লিভা
২. মো. শফিক রহমান
৩. ধীমান মল্লিক

সদস্য :
১. মো. জিয়াউল শরিফ
২. শম্পা বসু
৩. মো. হাবিবুল্লাহ বিন্দু
৪. সাফায়েত পারভেজ
৫. হাসিনুর রেজা
৬. সুব্রত সরকার
৭. আবু মুসা ইফতেখার
৮. মো. তানভীর হাসান
৯. নিতাই চন্দ্র মজুমদার
১০. মো. আবুল কালাম
১১. মাসুক হেলাল অনিক
১২. মো. রাশেদুর রহমান
১৩. আহসান উল্লাহ পলক
১৪. সুস্মিতা মরিয়ম
১৫. শরিফ মোহাম্মদ তানভির
১৬. রাফিউল রঞ্জন
১৭. ওমর রশীদ চৌধুরী
১৮. স্বপন কুমার সরকার
১৯. তমাল পাল
২০. সুমাইয়া মামুন
২১. নুসরাত নিভা

২) উপ-কমিটি গঠন :
সভায় এডহক কমিটির কাজগুলো আরও শৃঙ্খলার সাথে গতিশীলভাবে করার লক্ষ্যে নিম্নোক্ত ৫ টি উপ-কমিটি গঠন এবং উপ-কমিটির সদস্য নির্ধারণ করা হয়।

১) গঠনতন্ত্র পর্যালোচনা উপ-কমিটি

১. মীর মোশাররফ হোসেন চৌধুরী
২. ড. আরমানা সাবিহা হক লিভা
৩. মো. আবুল কালাম
৪. আবু মুসা ইফতেখার
৫. রাফিউল রঞ্জন

২) দপ্তর ও যোগাযোগ উপ-কমিটি

১. ইমরান হাবিব রুমন
২. ধীমান মল্লিক
৩. হাসিনুর রেজা
৪. মাসুক হেলাল অনিক
৫. মো. মামুন অর রশিদ
৬. কে.এম শাহারুজ্জামান
৭. কামরুজ্জামান

৩) আর্থিক ব্যবস্থাপনা উপ-কমিটি

১. ড. স্বপন সরকার
২. সুষ্মিতা মরিয়ম
৩. মো. হাবিবুল্লাহ বিন্দু
৪. শরিফ মোহাম্মদ তানভির

৪) প্রচার ও প্রকাশনা উপ-কমিটি
১. নুসরাত নিভা
২. সুমাইয়া মামুন
৩. মো. হাফিজুর রহমান চৌধুরী
৪. শম্পা বসু
৫. ওমর রশীদ চৌধুরী
৬. শাহরিয়ার রহমান
৭. তাহমিদ হোসেন
৮. রেহান

৫) অনলাইন ভিত্তিক প্রচার উপ-কমিটি
১. মো. শফিক রহমান
২. সুব্রত সরকার
৩. সাফায়ত পারভেজ
৪. আহসান উল্লাহ পলক
৫. রাশেদুর রহমান শাওন
৬. আবু নিলু মোস্তফা জামাল
৭. রাফিউল রঞ্জন

সভায় উপ-কমিটিসমূহের কাজ নিয়ে আলোচনা হয় এবং দ্রুত সময়ের মধ্যে উপ-কমিটিসমূহ মিটিং করে তাদের কাজগুলো সুনির্দিষ্ট করে এডহক কমিটিকে জানানোর আহ্বান জানানো হয়।

আগামী ২৫ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় এডহক কমিটির অনলাইন মিটিং অনুষ্ঠিত হবে।
সভার এজেন্ডা:
১) সংবাদ/সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য তৈরি করা
২) সংগঠনের সদস্য ফর্ম, প্যাড, সিল, চাদার রশিদ বই, ইত্যাদি তৈরি করা
৩) ওয়েব সাইট তৈরি
৪) বিভিন্ন উপ কমিটি সম্পর্কিত
৫) বিবিধ