সভার এজেন্ডা:
১) সংবাদ/সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য তৈরি করা
২) সংগঠনের সদস্য ফর্ম, প্যাড, সিল, চাদার রশিদ বই, ইত্যাদি তৈরি করা
৩) ওয়েব সাইট তৈরি
৪) বিভিন্ন উপ কমিটি সম্পর্কিত
৫) বিবিধ
বিভিন্ন উপ কমিটি কি পরিকল্পনা নিয়েছে বা নিবে তা বলবেন। গঠনতন্ত্র উপ কমিটিতে অনলাইনে আলোচনা শুরু করবো। আমরা দুইভাবে কাজ করবো:
১) লিখিতভাবে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনের প্রস্তাব করবো। যা আলোচনা করে সুনির্দিষ্ট করবো। কোন মত পার্থক্য থাকলে তা এড হক কমিটিতে মতামত নিয়ে চুড়ান্ত করবো।
২) অনলাইনে সভা করে প্রতি মাসের অগ্রগতি এড হক কমিটিতে উপস্থাপন করবো।
৩) প্রথম সভা করার আগে আগামী ৭ দিনের মধ্যে প্রথম ৩ পৃষ্ঠার ব্যাপারে মতামত রাখবো।
উপরোক্ত বিষয়ে ইতোমধ্যে অনলাইনে আমি সহ ৫ জন গ্রুপে জানিয়েছি।