২৭ আগস্ট যমুনা অভিমুখী বি.এসসি. প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশী হামলায় ছাত্রদের আহত করার ঘটনায় প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে। গত ২৮ আগস্ট আইইবি-তে অনুষ্ঠিত সাধারণ সভায়, উপস্থিত সকলের পক্ষে থেকে এই হামলার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে বি.এসসি. এবং ডিপ্লোমা প্রকৌশলীরা পরস্পরবিরোধী অবস্থান ও দাবিনামা নিয়ে আন্দোলন করছে। সরকারের উচিত ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ ও পেশাজীবী প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ বের করা। কিন্তু তা না করে, এর মাঝে একজন উপদেষ্টার প্রকৌশলীদের দক্ষতা নিয়ে কটাক্ষমূলক মন্তব্যে আমরা ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছি।
সরকার চাইলে আগেই একটি কমিশন গঠন করে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ-আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে পারতো। দীর্ঘসূত্রিতার কারণে বর্তমানে বি.এসসি. এবং ডিপ্লোমা শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। অথচ পেশাগতভাবে প্রায় সব প্রতিষ্ঠানে বি.এসসি. ও ডিপ্লোমা প্রকৌশলীদের একসাথে কাজ করতে হয়। তাই একটি গ্রহণযোগ্য সমাধানের বিকল্প নেই।
সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সহ-সাধারণ সম্পাদক ড. আরমানা সাবিহা হক লিভা, সহ-সাধারণ সম্পাদক স্থপতি শফিক রহমান এবং সহ-সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ধীমান মল্লিক সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে অবিলম্বে সংশ্লিষ্ট পেশাজীবী ইন্সটিটিউট, মন্ত্রণালয় ও বিভাগসমূহকে সম্পৃক্ত করে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন।
বার্তা প্রেরক:
মাসুক হেলাল অনিক