অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বহিরাগত সন্ত্রাসী ও দখলদারমুক্ত গণতান্ত্রিক আইইবি চাই।
‘প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতি সমাজ’-এর আহ্বায়ক প্রকৌশলী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী ইমরান হাবিব, সহ-সাধারণ সম্পাদক ড. আরমানা সাবিহা হক, পরিকল্পনাবিদ ধীমান মল্লিক ও স্থপতি মো. শফিক রহমান আজ ১২ মে ২০২৫ এক যুক্ত বিবৃতিতে প্রকৌশলী শফিকুল ইসলাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং অবিলম্বে সন্ত্রাসী হামলায় যুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, গত ১০ মে ২০২৫ প্রকৌশলী মহাসমাবেশে তিতাস গ্যাসের সাবেক জিএম প্রকৌশলী শফিকুল ইসলাম খান আইইবির গেটের সামনে সন্ত্রাসীদের আক্রমণে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং আজ সকাল ১০টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আইইবি দখলকারীরা পুলিশ ও ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে সচেতন প্রকৌশলী সমাজের গণতান্ত্রিক আইইবি’র দাবিতে প্রতিবাদী কর্মসূচিতে হামলা চালায়। সেই হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন প্রকৌশলী মো. শফিকুল ইসলাম খান।
নেতৃবৃন্দ আরও বলেন, যারা হামলায় অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত মামলা ও তদন্ত করে অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে তারা বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আইইবিতে মত প্রকাশের স্বাধীনতা হরণের তীব্র সমালোচনা করেন এবং অবৈধভাবে যারা দখল করে আছে তাদের দখল ছেড়ে দিয়ে অবিলম্বে গণতান্ত্রিক উপায়ে সবার মতামতের ভিত্তিতে নির্বাচন আয়োজন করার দাবি জানান।
বার্তা প্রেরক:
প্রকৌশলী ইমরান হাবিব